সিপিএম এর আয়োজিত রক্তদান শিবিরে তৃণমূলের হামলা , বোমাবাজী : উত্তেজনা হাওড়ার বাঁকড়ায়

5th September 2020 4:36 pm অনান‍্য
সিপিএম এর আয়োজিত রক্তদান শিবিরে তৃণমূলের হামলা , বোমাবাজী : উত্তেজনা হাওড়ার বাঁকড়ায়


নিজস্ব সংবাদদাতা ( হাওড়া ) : শহীদ স্মৃতিতে আয়োজিত সিপিএমের রক্তদান শিবিরে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । হামলা , ভাঙচুর , বোমাবাজী , ইটবৃষ্টি এমনকি সংগৃহিত রক্ত ও লুট করে নিয়ে চলে যায় তৃণমূল আশ্রিতরা বলে অভিযোগ সিপিএমের । ঘটনাকে ঘিরে ব‍্যাপক উত্তেজনা হাওড়ার বাঁকড়ায় । দলীয় কার্যালয়ে ঢুকে তান্ডব চালানো হয়েছে । চেয়ার , টেবিল সমস্ত ভাঙচুর করেছে দুষ্কৃতীরা এমনকি হেনস্থা করা হয়েছে রক্ত সংগ্ৰহ করতে আসা চিকিৎসকদের ও । বর্তমান সময়ে ব্লাড ব‍্যাঙ্কে চলছে রক্ত সংকট । সেই সমস‍্যা সমাধানের জন‍্য ই ৫ ই সেপ্টেম্বর বাঁকড়ায় আয়োজন করা হয় রক্তদান শিবিরের । শান্তিপূর্ণ ভাবেই রক্তদানের কাজ চলাকালীন তৃণমূল ব‍্যাপক হামলা চালায় । শহীদ জীবন মাইতির স্মরণে হাওড়া জেলা জুড়ে ধারাবাহিক রক্তদান শিবিরের আয়োজন করেছে সিপিএম । ৩০ প‍্যাকেট সংগৃহিত রক্ত তা নিয়ে চলে গেছে তৃণমূল দুষ্কৃতীরা বলে সিপিএম নেতৃত্বের অভিযোগ । ঘটনাস্থল জুড়ে তান্ডবের চিহ্ন । দলীয় কার্যালয়ের পাশেই যে শিবির এর আয়োজন করা হয়েছিল সেখানে তাজা বোমাও পড়ে থাকে । জল ঢেলে কোনরকমে বিস্ফোরণ আটকেছেন স্থানীয়রা । মহিলারাও আতঙ্কিত আকস্মিক এই প্রকাশ‍্য তান্ডবের জেরে । রক্তদান শিবিরে এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন সর্বস্তরের মানুষজন । অবিলম্বে দোষীদের কঠোর শাস্তির দাবী জানিয়েছেন সিপিএম নেতৃত্ব । হামলার পরিপ্রেক্ষিতেই প্রতিবাদ কর্মসূচী র প্রস্তুতি শুরু করেছে বাম নেতৃত্ব । জানা গেছে , ৭ বছর পর বাঁকড়ায় দলীয় কার্যালয় টি ফের চালু করে সিপিএম । করোনা আবহে রক্তদান শিবিরের কর্মসূচী গ্ৰহণ করা হয় । সেই উপলক্ষে লাল পতাকা দিয়ে মুড়ে ফেলা হয় গোটা এলাকা । তা দেখেই হামলা চালায় তৃণমূল বলে দাবী সিপিএমের । দলীয় কার্যালয়ের কাছে রাখা একাধিক বাইক ও ভেঙে দেওয়া হয়েছে । ঘটনাকে ঘিরে থমথমে গোটা এলাকা । 





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।